বাকেরগঞ্জে বিএনপির সমাবেশে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ

হামলায় আহত একজন- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ১৩:১১ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ১৩:১১
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামে বিএনপির প্রস্তুতি সভায় ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। জ্বালানি তেল ও পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রোববার উপজেলা সদরে সমাবেশ সফল করার জন্য গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে প্রস্তুতি সভায় এ হামলা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল হোসেন খান অভিযোগ করে বলেন, রোববার বাকেরগঞ্জ শহরের তুলাতলা সেতুতে বিক্ষোভ সমাবেশ আহ্বান করা হয়। ওই সভা সফল করার জন্য শনিবার বিকালে গারুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিএনপির সভা চলছিল। বাকেরগঞ্জ শহর থেকে ১৫-২০টি মোটরসাইকেলের বহরে ছাত্রলীগ-যুবলীগের একদল নেতাকর্মী দেলোয়ার হোসেনের বাড়িতে সন্ধ্যা পৌনে ৬টার দিকে হামলা করে। তারা বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর করে সভা পণ্ড করে দেয়। এতে কমপক্ষে ৩০জন নেতাকর্মী আহত হয়েছে।
উপজেরা বিএনপির সাবেক সহ সভাপতি হারুন অর রশিদ জানান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম হামলার নেতৃত্ব দিয়েছেন। হামলায় তিনিসহ ইউনিয়ন বিএনপি সভাপতি মতলেব খান (৬০), বিএনপি নেতা মাহফুজ গাজী (৩৪), তোজম্বর হাওলাদার (৬০), স্বেচ্ছাসেবক দলের টিটু গাজী (৪০), ছাত্রদলের সজীব (২৫), সজল, সোহাদ হেমায়েত মৃধা, শাহ আলম মৃধা, ইউপি সদস্য ফারম্নক হাওলাদারসহ ৩০ জন আহত হয়েছেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, বাকেরগঞ্জে বিএনপির দুইভাগে বিভক্ত। তারা নিজেদের মধ্যে মারমারি করেছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন সন্ধ্যায় জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।