ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পানিতে পড়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

পানিতে পড়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৫:১৬ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৫:১৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় পানিতে পড়ে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৭নং গ্রামের আলআমিন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হল, মো. নবীর উদ্দিনের মেয়ে মুনতাহা বেগম (০৩) ও মো. দিনাজ উদ্দিনের ছেলে মো. তাহসিন উদ্দিন (০৩)। তারা উভয়ে সম্পর্কে খালাত ভাই-বোন। দুটি শিশুই নিজ বাড়ির পুকুরে পড়ে মারা গেছে।

সোমবার দুপুরে তারা সবার অগোচরে বাড়ি থেকে পুকুরের পাড়ে চলে যায়। তাদের খুঁজতে খুঁজতে মা ও বাড়ির সকলে পুকুরের পাড়ে গিয়ে ভাসতে দেখেন। পুকুর থেকে তাদের উদ্ধার করার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×