ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ১০:১৩ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ১০:২৩

সমকাল অনলাইনে রোববার সন্ধ্যায় ‘যৌন হয়রানির অভিযুক্ত ঢাবি শিক্ষক দিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল’ (আইকিউএসি)। সোমবার আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. রশিদুল ইসলাম শেখ স্বাক্ষরিত এক চিঠিতে ওই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদে বলা হয়, ২৮ আগস্ট সন্ধ্যা ৭টা ২ মিনিটে ‘সমকাল’ পত্রিকার অনলাইন পোর্টালে “যৌন হয়রানির অভিযুক্ত ঢাবি শিক্ষক দিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা ভিত্তিহীন। মূলত উপাচার্য মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনিবার্য কারণে ২৮ আগস্ট বিকাল ৪টা ৪৮ মিনিটে ‘কোভিড ১৯ মহামারি: করোনাকালীন শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিপর্যয় ও প্রতিকার সম্পর্কিত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালাটি স্থগিত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের স্থগিতের বিষয়টি অবগত করা হয়।

কিন্তু প্রশিক্ষণ কর্মশালাটি স্থগিত হওয়ার পরেও একটি মহল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই উপাচার্য মহোদয়কে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আইকিউএসি-এর পরিচালকের বক্তব্যকে বিকৃত আকারে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করে, যা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের মর্যাদা হানিকর।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সংবাদে বলা হয়েছে, 'উপাচার্যকে তাদের (বিশেষজ্ঞ বক্তা) প্রোফাইল দেওয়ার পর তার নির্দেশনার আলোকেই আমন্ত্রণ জানানো হয়েছে'- বক্তব্যটি উদ্দেশ্যপ্রণোদিত। প্রকৃত বক্তব্যটি ছিল, ''আমরা বিশেষজ্ঞ বক্তা বাছাই এর ক্ষেত্রে ‘স্নো-বল টেকনিক’ ব্যবহার করে থাকি। তবে, এদের নির্বাচনের ক্ষেত্রে আমি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানকে ফোন দেই এবং আমাদের প্রোগ্রামের কথা বললে তিনি কয়েকদিন সময় নিয়ে আমাকে কনফার্ম করেন। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর যিনি একই বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল রানার নিকট থেকে আমি অধ্যাপক ড. কামাল উদ্দিন স্যারের ফোন নম্বর সংগ্রহ করি' উক্ত বক্তব্য সংবাদে উল্লেখ না করে উদ্দেশ্য প্রণোদিতভাবে উপাচার্য মহোদয়কে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে হেয় করা হয়েছে।''

প্রতিবেদকের বক্তব্য:  আইকিউএসির পরিচালকের বক্তব্য সংবাদে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। বস্তুত, সংবাদটি প্রকাশের পরই অনুষ্ঠান স্থগিত করার বিষয়ে প্রতিবেদককে জানান তিনি। 

আরও পড়ুন

×