ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জামিন পাননি ঝুমন দাশ

জামিন পাননি ঝুমন দাশ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৪২ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৬:৪৬

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘উস্কানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ঝুমন দাশকে জামিন দেননি আদালত।

রোববার জামিন চেয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে আবেদন করেছিলেন ঝুমন দাশের আইনজীবী। কিন্তু শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন আদালত।

এসব তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, এসময় ঝুমনকে আদালতে আনা হয়নি। কারাগারে রেখেই তার জামিন আবেদন করা হয়েছিল।

ঝুমনের আইনজীবী অ্যাডভোকেট পঙ্কজ তালুকদার বলেন, ঝুমন দাশ একজন সাধারণ মানুষ। অন্য ১০ জনের মতোই তার ধর্মীয় আবেগ আছে। ফেসবুক স্ট্যাটাসে সে তার মত ব্যক্ত করেছে। ওখানে ধর্ম অবমাননা করার মত কোনো শব্দ নেই। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।

ঝুমনের মা নিভা রানী দাস জানান, আগামী ২০ সেপ্টেম্বর জামিন শুনানির তারিখ আছে। সেদিন তাকে আদালতে তোলা হবে। আশা করছি, আমরা ন্যায়বিচার পাবো।

ঝুমন দাশের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। গত ৩০ আগস্ট জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) সুমনুর রহমান বাদী হয়ে ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরদিন ঝুমন দাশকে আদালতে হাজির করে পুলিশ। এদিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হককে নিয়ে ফেসবুকে সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন ঝুমন। সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন তিনি। ওই স্ট্যাটসের জেরে ২০২১ সালের ১৭ মার্চ নোয়াগাঁও গ্রামে তাণ্ডব চালায় মামুনুল হকের অনুসারীরা 

আরও পড়ুন

×