ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রী নির্যাতন মামলায় জাতিসংঘের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

স্ত্রী নির্যাতন মামলায় জাতিসংঘের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চার্জ গঠন

এবিএম সাদিকুর রহমান

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৮:০৯ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ | ০৮:২০

নারী নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সাবেক কর্মকর্তা এবিএম সাদিকুর রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে। 

রোববার শুনানি শেষে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহা. হাসানুজ্জামান চার্জ গঠনের এই আদেশ দেন।  আগামী ১৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন বিচারক।

ওই দিন আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইন ২০০০ এর ১১ (গ) ধারায় এই চার্জ গঠিত হয়। 

মামলার বাদীপক্ষের আইনজীবী এসএম হাসিবুল আলম জানান, বেশ কয়েকবছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারের মজিবুর রহমানে ছেলে এবিএম সাদিকুর রহমানের সঙ্গে মোহনপুর উপজেলার পাকুড়িয়া গ্রামের নুর হোসেনের মেয়ে সানজিদা মুনমুন শ্যামলীর পারিবারিকভাবে বিয়ে হয়। স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন শুরু করেন সাদিকুর। এরপর শ্যামলী বাদী হয়ে ২০১৮ সালের ৯ জুলাই নির্যাতনের অভিযোগ এনে স্বামী সাদিকুর, তার বাবা মজিবুর রহমান, ভাসুর শামসুর রহমানুল শামীম, দুই ননদ মাস্তারা বেগম কাকলী ও মোস্তারি আফরোজ শিউলীকে আসামি করে বাগমারা থানায় মামলা করেন।

আইনজীবী হাসিবুল বলেন, প্রধান আসামি সাদিকুর দাবি করে আসছেন যে, ২০১৮ সালে সেপ্টেম্বরের পরেই নাকি ভুক্তভোগী শ্যামলীকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত বাদীপক্ষ ডিভোর্সের কোনো কাগজপত্র হাতে পাননি।

এ বিষয়ে আসামী পক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আসামী আমার বন্ধু। ঘটনাটি সাজানো, মিথ্যা। এ বিষয়ে আর কিছু বলতে চাননি তিনি।  

আরও পড়ুন

×