ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

কমিটি বর্ধিত করার দাবি

এবার গণস্বাক্ষরে চবি ছাত্রলীগের পদবঞ্চিতরা

এবার গণস্বাক্ষরে চবি ছাত্রলীগের পদবঞ্চিতরা

চবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:৫২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি বর্ধিত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের ছয় গ্রুপ। বৃহস্পতিবার প্রায় ৩৫০ জন সই করেছেন বলে জানিয়েছেন নেতারা।

কর্মসূচিতে ছাত্রলীগের গ্রুপ ভিএক্স, বাংলার মুখ, রেড সিগন্যাল, কনকর্ড, এপিটাফ ও উল্কার নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

কর্মসূচিতে শাখা ছাত্রলীগের সহসভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, পদবঞ্চিত নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত, পদধারী নেতাদের যোগ্যতা অনুযায়ী ক্রমানুসারে পুনর্মূল্যায়ন এবং বিবাহিত-চাকরিজীবী নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে কর্মসূচি পালন করছেন তাঁরা। দাবি আদায় না হলে লাগাতার বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে।

আগামী রোববার বিক্ষোভ মিছিলের ঘোষণাও দেন তিনি। এসব গ্রুপের নেতাকর্মীরা নবনির্মিত কমিটিতে বিশৃঙ্খলার জন্য চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করছেন।

এ ব্যাপারে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, তাঁরা এসব বিষয়ে কাজ করছেন। সুযোগ পেলে দাবিগুলো নিয়ে আলোচনায় বসবেন।

এর আগে গত মঙ্গলবার এসব দাবিতেই মানববন্ধন করে চবি ছাত্রলীগের সাত গ্রুপের নেতাকর্মীরা।

আরও পড়ুন

×