ঘর আছে রাস্তা নেই, বিপাকে উপকারভোগীরা

যাতায়াতের রাস্তা না থাকায় দেড় বছর ধরে ঘর রয়েছে তালাবদ্ধ।
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৩:৫৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ | ২৩:৫৫
মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে নতুন দিনের স্বপ্ন দেখেছিল ভূমিহীন পরিবার দুটি। কিন্তু যাতায়াতের রাস্তা না থাকায় দেড় বছর তাদের ঘর রয়েছে তালাবদ্ধ। ঘর দুটি বরাদ্দ দেওয়া হয়েছে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের হতদরিদ্র দুলাল উদ্দিন ও তার ভাই দুদু মিয়াকে।
তারা জানান, ঘরের রাস্তার জন্য দ্বারে দ্বারে ঘুরেও কোনো ফল না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অন্যের জমিতে ঝুপড়ি ঘরে মানবেতর জীবন-যাপন করছেন। এ ছাড়া অন্যের জমি দিয়ে যাতায়াত করায় জীবন দুর্বিষহ হয়ে উঠেছে একই প্রকল্পের আরও পাঁচ পরিবারের সদস্যদের।
মধ্যপাড়া গ্রামে গিয়ে দেখা গেছে, চারপাশে ফসলি জমির মাঝখানে নির্মাণ করা হয়েছে দুলাল ও দুদুর ঘর দুটি। দলিল পেয়েও যাতায়াতের রাস্তা না থাকায় ঘরে উঠতে পারছেন না তাঁরা। বসবাস না করায় অযত্নে-অবহেলায় ঘরগুলো হয়ে পড়ছে ব্যবহার অনুপযোগী।
একই অবস্থা পার্শ্ববর্তী সুলতান নগর গ্রামের ৫ পরিবারের। এই পাঁচ পরিবারের যাদের নামে ঘর বরাদ্দ দেওয়া হয়েছে তারা হলেন শান্তি বেগম, শাহীন মিয়া, আব্বাস আলী, আব্দুল কুদ্দুছ ও মোশারফ হোসেন। মুজিববর্ষের ঘরে উঠলেও চলাচলের রাস্তা না থাকায় তাঁরাও ভীষণ দুর্ভোগে পড়েছেন।
উপকারভোগীদের অভিযোগ, ঘরের চারপাশে অন্যের ফসলি জমি। তাই দলিল ও চাবি পেয়েও কেউ কেউ ঘরে উঠতে পারছেন না। আর যারা উঠেছেন তারাও চলাচল করতে না পারায় দুর্ভোগে পড়েছেন।
গত বছরের ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পায় ভূমি ও গৃহহীন এসব পরিবার। উপকারভোগী দুলাল উদ্দিন বলেন, তাদের জন্য বরাদ্দ ঘরে অন্যের ফসলি জমি দিয়ে যেতে হয় বলে যাতায়াত করতে দেওয়া হয় না। তাই পরিবার নিয়ে ঝুপড়ি ঘরে অমানবিকভাবে বসবাস করছি।
যাতায়াতের রাস্তা না থাকায় অসুবিধার মুখে পড়েছেন সুলতাননগর গ্রামের পাঁচ পরিবারের ২০ সদস্যও। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, রাস্তা না থাকায় চলাচলের অসুবিধাসহ কর্মসংস্থানের ক্ষেত্রেও অসুবিধার মুখে পড়েছি।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান বলেন, বিষয়টি তদন্ত করে রাস্তা নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ঘরগুলো উপকারভোগীদের বসবাসের উপযোগী করে গড়ে তোলা হবে।
- বিষয় :
- মুজিব শতবর্ষ