ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার বিএসএফের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ

এবার বিএসএফের বিরুদ্ধে গরু লুটের অভিযোগ

প্রতীকী ছবি

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৫৩ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ০৮:৫৩

এবার গরু লুটের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে। গত শুক্রবার বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে ঢুকে গবাদি পশুর পালে হানা দিয়ে তারা তিনটি গরু নিয়ে গেছে বলে মঙ্গলবার দাবি করেছেন মৌলভীবাজারের বড়লেখার এক কৃষক।

উপজেলার কুমারশাইল গ্রামে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানান কৃষক আবদুল করিম। খবর পেয়ে বিজিবি পশুগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানালে বিএসএফ বিষয়টি অস্বীকার করে।

জানা গেছে, কুমারশাইলের একটি চা বাগানে গবাদি পশু চরাচ্ছিলেন কৃষক আবদুল করিম। চা গাছের ফাঁকে ফাঁকে গরুগুলো ঘাস খাচ্ছিল। সন্ধ্যার আগমুহূর্তে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী বিএসএফ সদস্য সীমান্ত (লাতু সীমান্তের ১৩৬৭/৫ এস পিলার) অতিক্রম করে চা বাগানে হানা দেয়। এ সময় তারা তিনটি গরু নিয়ে গেলেও চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ওই কৃষকের। এর আগে ২৫ জুলাই একই এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশে ঢুকে স্থানীয় আবদুল কাইয়ুমের একটি বড় ষাড় নিয়ে যায় কয়েকজন ভারতীয় নাগরিক। এ সময় বাধা দিতে গিয়ে তাদের পিটুনিতে গুরুতর আহত হন গরুর মালিক।

কৃষক আবদুল করিম বলেন, বিএসএফ সদস্যদের বন্দুক হাতে দৌড়ে চা বাগানে ঢুকতে দেখে নিরাপদ স্থানে গিয়ে অবস্থা পর্যবেক্ষণ করি। ভয়ে তাদের সামনে দাঁড়াতে পারিনি। গরুগুলোও রক্ষা করতে পারিনি। ঘটনাটি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিজিবিকে জানানো হয়েছে। তাতে কোনো সমাধান হয়নি। এভাবে বিএসএফ হামলা, হত্যা ও লুটপাট চালালে কোথায় যাব, কার কাছে বলব।

উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ বলেন, সীমান্তের ভেতরেও আমরা নিরাপদ নই। একের পর এক ঘটনা ঘটছে, কোনো প্রতিকার দেখছি না। এর আগেও গরু লুটে নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে গরুর মালিক আহত হয়েছেন। তারও কোনো সমাধান হয়নি। বিজিবি না পারছে আমাদের সুরক্ষা দিতে, না পারছে পশুগুলো উদ্ধার করে দিতে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাতু ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুল খালেক বলেন, সীমান্তের ভেতর থেকে গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি অস্বীকার করেছে। বিষয়টি এখন রাষ্ট্রীয় পর্যায় থেকে দেখা হচ্ছে। এর আগে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকের গরু নিয়ে যায়। সে বিষয়টিও পতাকা বৈঠকের সময় তুললে বিএসএফ অস্বীকার করে।

আরও পড়ুন

×