ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শেখ হাসিনা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করেছেন: মতিয়া চৌধুরী

শেখ হাসিনা সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করেছেন: মতিয়া চৌধুরী

চরফ্যাসনের বজ্রগোপাল টাউন হলে এক স্মরণসভায় বক্তৃতা রাখেন মতিয়া চৌধুরী- সমকাল

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৩ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ০৭:৩৩

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে কোনো মানুষ অভুক্ত নেই। গৃহহীন মানুষ মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন। দেশে এখন ফকির খুঁজে পাওয়া যায় না। এখন মনে হয়, শেখ হাসিনার প্রচেষ্টায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।

ভোলার চরফ্যাসনের বজ্রগোপাল টাউন হলে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ৩০তম স্মরণসভায় শনিবার এসব কথা বলেন সাবেক এ কৃষিমন্ত্রী। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এর আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, শেখ হাসিনা দেশের মানুষের সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ না খেয়ে থাকবে না। অন্ন, বস্ত্র, চিকিৎসাসহ দেশের সব গৃহহীন মানুষ মাথা গোঁজার ঠাঁই পাবেন- এমন প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনড়।

উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, চরফ্যাসন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।

এর আগে অধ্যক্ষ নজরুল ইসলামের কবর জিয়ারত করেন মতিয়া চৌধুরী। পরে শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন করে স্মরণসভায় যোগ দেন তিনি।

আরও পড়ুন

×