ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুঁটির সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

খুঁটির সঙ্গে ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি- সমকাল

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:০১ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:০১

কুমিল্লার লাকসামে রাস্তার পাশে নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত ৯টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় নিহত মোটরসাইকেল চালক শান্ত সিংহ শাওন (২৫) আলিশ্বর গ্রামের মৃত জহরলালের ছেলে এবং আরোহী চয়ন সিংহ (২৪) একই গ্রামের শুক্রধন সিংহের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী দুই যুবক লাকসাম জংশন থেকে বাড়িতে ফিরছিলেন। এসময় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম পৌরসভার ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে রাস্তার পাশে থাকা নিরাপত্তা খুঁটির সাথে ধাক্কা খেয়ে দুই যুবক গুরুরত আহত হন। পরে আশপাশের লোকজন দুই যুবককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তাদের বহনকারী মোটরসাইকেলটি (ঢাকা-মেট্টো-ল-২২-৮৯৮৮) দুমড়ে মুচড়ে যায়।

লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×