ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

লাঠির আঘাতে বাবা, ব্যাটে নানা নিহত

লাঠির আঘাতে বাবা, ব্যাটে নানা নিহত

মুক্তাগাছা (ময়মনসিংহ ) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ | ০২:৪৪

মুক্তাগাছায় ছেলের লাঠির আঘাতে সোবহান আলী ও নাতির ক্রিকেট ব্যাটের আঘাতে শাহজাহান আলী নিহত হয়েছেন। গত মঙ্গলবার ঘোগা ইউনিয়নের কালিকাপুর ও হাতিল গ্রামে এসব ঘটনা ঘটে।

জানা গেছে, হাতিল গ্রামের বাসিন্দা শাহজাহান আলীর সঙ্গে প্রতিবেশী নাতি ফরিদ মিয়ার ৫ বছর আগে তাবলিগ জামায়াতে বক্তার বক্তব্য নিয়ে ঝগড়া হয়। তখন ফরিদের কানে আঘাত করেন নানা শাহজাহান আলী। এতে তাঁর কানের সমস্যা দেখা দেয়। এর পাঁচ বছর পর গত মঙ্গলবার ধানখেত থেকে সাইকেলে করে বাড়িতে ফিরছিলেন শাহজাহান আলী। এ সময় বরিল বিল এলাকায় পেছন থেকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে তাঁকে আঘাত করেন নাতি ফরিদ মিয়া। পরে হাসপাতালে শাহজাহন আলীর মৃত্য হয়। এ ঘটনায় ফরিদ মিয়া ও তাঁর বাবা হাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই দিন বিকেলে কালিকাপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন জহিরুল ইসলাম লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বাবা সোবহান আলীকে। তাঁকে আহতাবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ছেলে জহিরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

×