ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে হত্যা করা হয় আরেক খুনের প্রতিশোধ নিতে

চট্টগ্রামে যুবলীগ কর্মীকে হত্যা করা হয় আরেক খুনের প্রতিশোধ নিতে

চট্টগ্রামে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় তিন। ছবি-সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২২ | ১০:১৭

চট্টগ্রামে যুবলীগ কর্মী শহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে অন্য এক খুনের প্রতিশোধ নিতে। গত ১৯ সেপ্টেম্বর শহিদুলকে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে চট্টগ্রাম নগরের পাহাড়তলীর সিডিএ মার্কেট ও চাঁদপুর জেলার পুরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

গ্রেপ্তার তিনজন হলো- মিরসরাই উপজেলার ইসলামপুর গ্রামের মো. মামুন, মো. ইকবাল ও পশ্চিম পরাগপুর গ্রামের মুকেশ চন্দ্র দাশ ওরফে সৌরভ দাস। এম এ ইউসুফ জানান, জোরারগঞ্জ থানার চিনকিরহাটে যুবলীগ কর্মী শহিদুল ইসলামের তৈরি আসবাবপত্রের দোকান রয়েছে। পূর্বশত্রুতার জের ধরে গত ১৯ সেপ্টেম্বর মামুন ও তার সহযোগীরা দোকান থেকে টেনে বের করে তাকে কুপিয়ে হত্যা করে। এ সময় শহিদুলের বাবা এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে গলায় ছুরি ধরে মামুন। বাধা দিলে তাকেও জবাই করার ভয় দেখায়। এ ঘটনায় শহিদুলের বোন বাদী হয়ে ২১ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় মামলা করেন।
তিনি জানান, ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৯ সেপ্টেম্বর মামুনের ছোট ভাই আফজাল হোসেনকে খুন করে দুর্বৃত্তরা। ওই সময় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় কারাগারে ছিল মামুন। ১৩ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে বের হয়। ভাই হত্যার প্রতিশোধ নিতে তার সহযোগী মোতালেব, রাজু, নেজাম, হামিদ ও মুকেশকে নিয়ে পরিকল্পনা করে।

আরও পড়ুন

×