তুমব্রু সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

সন্ধ্যার দিকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয় আহত আব্দুল কাদেরকে- সমকাল
কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৪ অক্টোবর ২০২২ | ১২:৩০
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের কাছে মিয়ানমারে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে আব্দুল কাদের (৫২) নামে এক রোহিঙ্গা কৃষকের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কাদের ঘুমধুম ছনখোলা ছেরাকুল এলাকায় বসবাসকারী রোহিঙ্গা মীর আহমদের ছেলে। গত রোববারও একই এলাকায় মাইন বিস্ফোরণ ঘটে। এতে এক রোহিঙ্গা কিশোর মারা যায়। এদিকে, মঙ্গলবার জামছড়িতে তিনটি মর্টার শেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আহত আব্দুল কাদেরের স্বজন মো. হোসেন জানান, সীমান্তের কাঁটাতারের কাছে গরু আনতে গেলে মাইনটি বিস্ফোরিত হলে কাদেরের ডান পা বিচ্ছিন্ন হয়ে উড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও তাঁকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও গুরুতর আঘাত পেয়েছেন। তা ছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, সীমান্তের কাছে গেলে এক ব্যক্তির মাইন বিস্ফোরণের শিকার হয়েছে বলে শুনেছি।
অন্যদিকে, জামছড়িতে দুপুরের পর দুটি এবং সন্ধ্যায় আরও একটি মর্টার শেল বিস্ফোরণের শব্দ পেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। কৃষক আবুল কালাম বলেন, বিস্ফোরণের শব্দ শুনে খুবই ভয় পেয়েছি। বুঝতে পারছি না, কী যে হয়।'
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আবছার ইমন বলেন, স্থানীয়রা মঙ্গলবার বিস্ফোরণের শব্দ শুনেছেন। জামছড়ি এলাকায় এর আগে কখনও মর্টার শেল বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। তবে এতে বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।