পার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী ৭০ জন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২ | ০০:০২ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০০:২২
প্রায় এক যুগ পর পার্বতীপুর পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ৪৭ জন ও সংরক্ষিত আসনে ১৮ জন মিলে মোট ৭০ জন প্রার্থিতা দাখিল করেছেন। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মনোনয়নপত্র জমা দেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক মেয়র উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এজেডএম মেনহাজুল হক, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি হাছানুল ইসলাম প্রামাণিক ও সাইফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে এ পৌরসভায় ভোট গ্রহণ হবে।
- বিষয় :
- পৌরসভায় নির্বাচন
- নির্বাচন