ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইজিবাইক ছিনিয়ে নিতে চালককে হত্যা

ইজিবাইক ছিনিয়ে নিতে চালককে হত্যা

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ অক্টোবর ২০২২ | ০০:২৫

ইজিবাইক ছিনিয়ে নিতে ছিনতাইকারীদের পাতা ফাঁদে খুন হন সিরাজগঞ্জের তাড়াশের চালক ইসলাম সরকার। নারী সদস্য দিয়ে ফাঁদ পেতে নির্জন স্থানে গলায় ওড়না পেঁচিয়ে ছিনতাইকারীরা চার মাস আগে শ্বাসরোধে হত্যা করে তাঁকে। এরপর ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে নকল কাগজপত্র তৈরি করে বিক্রি করে দেয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পিবিআই পুলিশ সুপার মো. রেজাউল করিম নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আদালত থেকে তদন্তের ভার পেয়ে ছিনতাই চক্রের তিন সদস্যসহ কিশোরগঞ্জ থেকে ইজিবাইকটি উদ্ধার করেছে সিরাজগঞ্জ পিবিআই।

গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়ার কয়ড়া বাগলপুরের ইছা সরকার (৩০), সহোদর ছুরুত আলী সরকার (৪০) ও কয়রা-সড়াতলার ইব্রাহিম হোসেন টুটুল (৩০)। চক্রের নারী সদস্যও অপর একটি হত্যা মামলায় জেলা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। আদালতে এরই মধ্যে খুনের দায় স্বীকার করে তাঁরা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পিবিআই।

সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ইজিবাইক চালকদের নির্বুদ্ধিতায় তাড়াশ ও রায়গঞ্জে গত ছয় মাসে দুটি ইজিবাইক ছিনতাইসহ খুনের ঘটনা ঘটেছে। পিবিআই দুটিরই রহস্য উদ্ঘাটন করেছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×