ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিখোঁজের ৫ দিন পর লিফটের নিচে মিলল ‘মুক্তিযোদ্ধার’ মরদেহ

নিখোঁজের ৫ দিন পর লিফটের নিচে মিলল ‘মুক্তিযোদ্ধার’ মরদেহ

সৈয়দ আলী মণ্ডল- আগের ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২২ | ০৪:০২ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২ | ০৪:০২

নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে সৈয়দ আলী মণ্ডল (৮৬) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গন্ধ বের হলে বিষয়টি সবার নজরে আসে।

নিহত সৈয়দ আলী মণ্ডল সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার।

নিহতের ভাতিজা লোকমান মণ্ডল জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মণ্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম জানান, এখনও মরদেহটি উদ্ধার করা যায়নি। উদ্ধারের পর বিস্তারিত জানাতে পারবো। লিফটটি অকেজো। তবে প্রাথমিকভাবে ধারণা করছি, এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে যেতে পারেন।

আরও পড়ুন

×