সরকারি দপ্তরের সামনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১১ অক্টোবর ২০২২ | ০৩:০৩
সামান্য বৃষ্টি হলেই জমে থাকে পানি। নিস্কাশনের ব্যবস্থা না থাকায় সেই পানিতে ময়লা-আবর্জনা পচে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ। দীর্ঘদিন পরিস্কার না করায় ড্রেনের পানি জমে উপচে পড়ছে আশপাশে। এ চিত্র সুনামগঞ্জের ছাতক উপজেলা পরিষদসংলগ্ন চার গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের। জলাবদ্ধতার কারণে এসব দপ্তরে সেবা নিতে আসা লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
উপজেলার এসব গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে- যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্র ও নির্বাচন কর্মকর্তার কার্যালয়। স্থানীয়রা বলছেন, এসব দপ্তরের সেবাগ্রহীতাদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সংশ্নিষ্ট কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।
দেখা যায়, পুরোনো জরাজীর্ণ একটি ভবনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়। ভবনটির এক পাশে আবর্জনার স্তূপ, সেই সঙ্গে জলাবদ্ধতা। নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনেও জলাবদ্ধতা প্রায় স্থায়ী রূপ নিয়েছে। সাব-রেজিস্ট্রার কার্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রেও প্রায় একই চিত্র।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী আঞ্চলিক পরিচালক আব্বাস উদ্দিন বলেন, সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান বলেন, তাঁদের ভবনে সেবা নিতে আসা লোকজনকে কাদামাটি মাড়িয়ে আসতে হয়। বিষয়টি তাঁরা কর্তৃপক্ষকে অবহিত করেছেন। জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন জানান, জনভোগান্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ছাতক
- সরকারি দপ্তর
- জলাবদ্ধতা