পথে পাওয়া ২ লাখ টাকা ফেরত দিলেন দুই পুলিশ সদস্য

পথে পাওয়া টাকা ফেরত দিল পুলিশ/ ছবি- সমকাল।
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২ | ০৪:০৩ | আপডেট: ১৫ অক্টোবর ২০২২ | ০৪:০৩
ব্যাগসহ দুই লাখ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন উত্তম রায় ও সাইফুল্লাহ নামের কালীগঞ্জ থানার দুই পুলিশ সদস্য। পরে রাতে প্রকৃত মালিকের হাতে ওই টাকা তুলে দেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা। সততার দৃষ্টান্ত রাখায় কালীগঞ্জ থানার ওসির পক্ষ থেকে ওই দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
টাকা কুড়িয়ে পাওয়া ঝিনাইদহের কালীগঞ্জ থানার কনস্টেবল উত্তম রায় ও সাইফুল্লাহ জানান, গত বৃহস্পতিবার বিকেলে তারা দু’জনে ডিউটিতে বের হন। এরপর শহরের মুরগীহাটা মোড়ে পৌঁছে দেখতে পান রাস্তার ওপরে একটি ব্যাগ পড়ে আছে। তারা ব্যাগ খুলে দেখেন তাতে দুই লক্ষ টাকা ও একটি চেক বই রয়েছে। এরপর তারা টাকাসহ ব্যাগের প্রকৃত মালিককের খোঁজে ওই স্থানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। এর কিছু সময় পর হতভম্ব অবস্থায় লিটন মীর (৪৫) নামে এক ব্যক্তি এসে এদিক-ওদিক তার হারানো টাকার ব্যাগটি খুঁজতে থাকেন। এ সময় তারা ওই ব্যক্তির দেওয়া তথ্যের সঙ্গে ব্যাগে থাকা টাকা ও চেক বইয়ের মিল পান। পরে তাকে থানাতে এনে ওসির কাছে ব্যাগটি জমা দেন। এরপর আরও কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই রাতেই প্রকৃত মালিক লিটন মীরের হাতে টাকার ব্যাগটি তুলে দেন ওসি আব্দুর রহিম মোল্ল্যা।
টাকার মালিক চেউনিয়া গ্রামের আবেদ আলীর ছেলে ব্যবসায়ী লিটন মীর জানান, নলডাঙ্গা বাজারে তার একটি দোকান আছে। ওইদিন বিকেলে কালীগঞ্জ ইসলামী ব্যাংকের দুই লাখ টাকা লোন শোধ করতে ব্যাংকে যাচ্ছিলেন। পথে তার টাকার ব্যাগটি পড়ে যায়। পরে খুঁজতে খুঁজতে গেলে মুরগীহাটা মোড়ে পৌঁছে দেখেন টাকার ব্যাগসহ দুই পুলিশ সেখানে দাঁড়িয়ে আছেন। এরপর তাকে থানায় নিয়ে ওসি সাহেবের মাধ্যমে তার টাকার ব্যাগটি বুঝিয়ে দেন।
তিনি আরও জানান, ওই হারানো টাকা ফেরত না পেলে আমাকে পথে বসতে হতো। আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। সততার যে উজ্জ্বল দৃষ্টান্ত তাঁরা দেখালেন তা আমি কখনো ভুলতে পারব না।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, পুলিশ জনগণের বন্ধু। সততা ও ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করে। থানার দুই পুলিশ সদস্যের সততার জন্য তাদেরকে ব্যক্তিগতভাবে পুরস্কৃত করেছি।
- বিষয় :
- পুলিশ
- কুড়িয়ে পাওয়া টাকা
- সততা