ফতুল্লায় শিশু অপহরণে দম্পতি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ১০:১৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ১০:১৭
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় জড়িত দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার বিসিক ভাঙা ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে কৌশলে শিশুটিকে উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার পাগলা শান্তি নিবাস এলাকায় বাসার সামনে খেলা করছিল ৬ বছরের শিশু সানজিদা। এ সময় কৌশলে তাকে অপহরণ করে আজমির। শিশুকে না পেয়ে তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে শিশুর বাবার মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ দাবি করে আজমির। ২০ হাজার টাকা না দিলে শিশুর ক্ষতি করার হুমকি দেয় সে।
এদিকে শিশুর বাবা থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত মাঠে নামে। টাকা পাঠানোর নাম করে আজমিরের বিকাশ নম্বর পায় পুলিশ। ওই নম্বর ট্র্যাকিংয়ের মাধ্যমে আজমিরের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে সানজিদাকে উদ্ধার করা হয়।