ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বালিশ-পর্দা চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, খুলনায় ফয়জুল করীম

বালিশ-পর্দা চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, খুলনায় ফয়জুল করীম

ছবি: সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ১০:২৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ১০:২৩

দুর্ভিক্ষের ইঙ্গিত দিলেও ক্ষমতাসীনদের বিদেশ সফর বন্ধ হয়নি বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তিনি বলেন, ‘বালিশ ও পর্দা চোরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতাসীন চোর-ডাকাতদের প্রতিহত না করলে রাষ্ট্রে শান্তি ফিরবে না।’

শুক্রবার বিকেলে খুলনা নগরীর নিউমার্কেট বায়তুন নুর চত্বরে সমাবেশে এসব কথা বলেন চরমোনাই পীরের বড় ভাই মুফতি ফয়জুল করীম। তিনি বলেন, নারী নেতৃত্ব দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। '৯০ সালের পর থেকে পর্যায়ক্রমে এদেশে নারী নেতৃত্ব রয়েছে। এ সময় দুর্নীতিবাজ কাউকে শাস্তি দিতে দেখিনি।

এ সময় অনৈসলামিক সিলেবাস প্রণয়নের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেন ফয়জুল করীম। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে নৌকা ও ধানের শীষের পরিবর্তে ইসলামী আদর্শের দলকে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

ইসলামী আন্দোলন খুলনা জেলা ও মহানগর কমিটি আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের নায়েবে আমির মাওলানা আবদুল আউয়াল, মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, খুলনা জেলা সভাপতি আবদুল্লাহ ইমরান, মাওলানা ইমরান হোসেন, ডা. কে এম আল আমিন আহসান প্রমুখ।

আরও পড়ুন

×