ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ট্রাকচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা ও নিহতের সহপাঠীরা। ছবি-সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ০৩:৩৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০৩:৩৭

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা ও নিহতের সহপাঠীরা। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১৫ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। 

শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এই দুর্ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয় এবং সেটি চলে দুপুর আড়াইটা পর্যন্ত। 

নিহত ওই স্কুল ছাত্রী জেলার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল। 

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ওই বিদ্যালয়ের পাশে দ্রুত ফুটওভার ব্রিজ তৈরি করার আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে। 

প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী আসলাম, ফয়সাল ও রিফাত জানান, শনিবার স্কুল বন্ধ থাকায় প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ করে। 

খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। পরে তাঁরা ফুটওভার ব্রিজ তৈরির আশ্বাস দিলে আড়াইটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। 

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। ওই ফুটওভার ব্রিজ তৈরির করার দাবি দীর্ঘ দিনের, কিন্তু কর্তৃপক্ষ বার বার আশ্বাস দিলেও কাজ হচ্ছে না।   

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক-হেলপার পালিয়ে গেছে। 

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ সমকালকে বলেন, ‘দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, তাদের দাবি ছিল দুর্ঘটনা এড়াতে বিদ্যালয়ের পাশের সড়কে একটি ফুটওভার ব্রিজ তৈরি করা। আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি দ্রুত সেখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। এ আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।’ 

আরও পড়ুন

×