ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বৃদ্ধাকে নির্যাতন মামলায় ৯ জনের জেল

বৃদ্ধাকে নির্যাতন মামলায় ৯ জনের জেল

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২ | ০৯:২৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২২ | ০৯:২৪

গুরুদাসপুরে ৭৫ বছর বয়সী কুলছুম বেওয়াকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফুন্নাহার রীটা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সাজাপ্রাপ্তরা হলো- আলম, নুরনবী, উজ্জ্বল, বাবু, লিটন, আজাদুল, কমেদ আলী, চান মিয়া ও আজাদুল ফকির।

আরও পড়ুন

×