ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শৈশবের দুরন্তপনায় মাততে চায় মায়মুনা

শৈশবের দুরন্তপনায় মাততে চায় মায়মুনা

মায়মুনা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০ | ০৯:১৮

সাত বছরের শিশু মায়মুনা। এই বয়সে দুরন্তপনা, হৈহুল্লোড়ে মেতে থাকার কথা থাকলেও ছোট্ট মায়মুনার নিয়তিতে যেন তা নেই! ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়েই দিন কাটছে তার। মায়মুনা বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

চিকিৎসক জানিয়েছেন, তার চিকিৎসার জন্য অন্তত ১২ লাখ টাকা প্রয়োজন। কিন্তু মায়মুনার হতদরিদ্র বাবার এত টাকা সংস্থানের সামর্থ্য নেই। মেয়েকে বাঁচাতে তাই সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন বাবা রাজু আহমেদ। পেশায় কাঠমিস্ত্রি রাজু আহমেদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামে।

রাজু আহমেদ জানান, গত বছর হঠাৎ একদিন মায়মুনার জ্বর হয়। পরে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তার ক্যান্সার ধরা পড়ে। ধারদেনা করে চলতি বছরের জানুয়ারি মাসে ভারতের ভেলোরে নিয়ে যান চিকিৎসার জন্য। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে সেখান থেকে ফিরে আসেন। এখন পর্যন্ত পাঁচ লাখ টাকার বেশি খরচ হয়েছে। তার সহায়-সম্বল বলতে আর কিছুই নেই।

মায়মুনাকে সাহায্য পাঠানোর ঠিকানা- ইসলামী ব্যাংক, রাজবাড়ী শাখা, রাজু আহমেদ, হিসাব নং-১০৫৪। এ ছাড়া ০১৭১৪-২৯৬৯০৮ নম্বরে বিকাশ করেও তাকে সাহায্য করা যাবে।

আরও পড়ুন

×