বরিশালে উত্তাল জনস্রোত ঠেকানো যাবে না: সেলিমা রহমান

গণসমাবেশ উপলক্ষে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা। ছবি-সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ০২ নভেম্বর ২০২২ | ০৮:৫৪
'হামলা-মামলা, গ্রেপ্তার, নির্যাতন এবং ধর্মঘট দিয়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের বিভাগীয় গণসমাবেশের জনস্র্রোত ঠেকাতে পারেনি। তেমনি আগামী ৫ নভেম্বর নদী-খালসহ দুর্গম যোগাযোগ ব্যবস্থা পরিবেষ্টিত বরিশালের বিভাগীয় গণসমাবেশেও জনগণের উত্তাল জনস্রোত ঠেকানো যাবে না। গণসমাবেশ উপলক্ষে বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
গণসমাবেশের এই প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামসহ দেশের চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত গণসমাবেশগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। সরকারি দল ও প্রশাসনের সব বাধাবিপত্তি মোকাবিলা করে গণসমাবেশগুলো মহাসমাবেশে রূপান্তরিত হয়েছে। এতে প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না।লিখিত বক্তব্যে তিনি বলেন, বরিশালের গণসমাবেশ বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দলীয় সন্ত্রাসী এবং দলবাজ প্রশাসনের সমন্বিত অপতৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা, জেলা শহর এবং মহানগরে হামলা-নির্যাতন শুরু করেছে। বাস মালিক গ্রুপ ৪ ও ৫ নভেম্বর ধর্মঘট ডেকেছে। ক্ষমতাসীন দলের চাপের মুখে বাস মালিক গ্রুপ ধর্মঘট ডাকতে বাধ্য হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলিকস আক্তার জাহান শিরিন, মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির প্রমুখ।
'সরকার বিএনপিকে দমনে মামলাকে হাতিয়ার করছে' :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আজ দুপুরে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। সমাবেশে বক্তারা বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এখন দেশজুড়ে বিএনপির নেতৃত্বে মানুষ জেগে উঠেছে। এতে সরকারের ভীত কেঁপে উঠেছে। তাই নতুন করে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম।