‘গাঁজা সেবনের’ ভিডিও বান্ধবীকে পাঠানো নিয়ে নোবিপ্রবিতে তুলকালাম

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২ | ০৮:২৮ | আপডেট: ০৩ নভেম্বর ২০২২ | ০৮:৩১
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক শিক্ষার্থীর গাঁজা সেবনের ভিডিও তার বান্ধবীকে পাঠানো নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে হলের দরজা-জানালা ভাংচুরের ঘটনাও ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ত্রিধর্মী উপাসনালয়ের সামনে মারামারির ঘটনা ঘটে। ঘটনা তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভাষা শহীদ আবদুস সালাম হলের প্রভোস্ট আনিসুজ্জামান রিমন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুনেছি ধূমপান করার ভিডিও পাঠানো নিয়ে দুপক্ষের সংঘর্ষ-মারামারি হয়েছে। হলের একটি দরজা ভাঙচুর করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনা তদন্তে ভাষা শহীদ আবদুস সালাম হলের সহকারী প্রভোস্ট সহকারী অধ্যাপক রায়হান আহমেদ, রিয়াজ মোরশেদ ও কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী সৌরভ সাহা ভাষা শহীদ আব্দুস সালাম হলের গণরুমে গাঁজা সেবন করেন। ওই ঘটনার ভিডিও করেন একই বর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্বাধীন আহমেদ। তিনি ওই ভিডিও সৌরভের বান্ধবীকে পাঠান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে ক্যাম্পাসের গাছ থেকে ডাব খাওয়ার কথা বলে স্বাধীনকে হল থেকে ত্রিধর্মী উপাসনালয়ের সামনে ডেকে নেন সৌরভ। পরে ত্রিধর্মী উপাসনালয়ের সৌরভ ও তার কয়েকজন বন্ধু মিলে স্বাধীনকে মারধর করেন।
ঘটনা জানাজানি হলে ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম পরিস্থিতি শান্ত করে সবাইকে হলে পাঠিয়ে দেয়। কিন্তু হলের রুমে গিয়ে দরজা ভেঙে স্বাধীনকে ফের মারধর করেন সৌরভ ও তার বন্ধুরা।
এ সময় স্বাধীনের কয়েকজন বন্ধু তাকে রক্ষা করতে এগিয়ে এলে বাংলা বিভাগের শিক্ষার্থী প্রলেক্স বড়ুয়া আহত হন। পরে উভয় পক্ষের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়ায় জড়ায় এবং ভাষা শহীদ আব্দুস সালাম হলে ভাঙচুর চালায়।
এ নিয়ে রাত প্রায় আড়াউটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেমে উত্তেজনা বিরাজ করে। পরে রাত তিনটায় পরিস্থিতি শান্ত হয়।