ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন

প্রতীকী ছবি

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২ | ১০:৫৮ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ১০:৫৮

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে এক বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, জেলার গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নিজামাবাদ গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী তারা মিয়া। তাঁর ছেলে রুবেল মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশীদের বিরোধ চলছে। গত ২ আগস্ট রুবেল প্রতিবেশী হাবিবুর রহমান আবু ও আশিক খান পাঠানের বিরুদ্ধে মামলা করেন। গত বৃহস্পতিবার বিবাদীরা জামিন পান। শুক্রবার তাঁরা লোকজন নিয়ে রুবেলকে বাড়িতে গিয়ে না পেয়ে তাঁর বাবা তারা মিয়াকে ধরে নিয়ে যান। এরপরই বাড়িতে নিয়ে হাত-পা গাছে বেঁধে তাঁর ওপর নির্যাতন চালানো হয়।

বাবাকে উদ্ধার করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন মেয়ে লাইলী আক্তার। খবর পেয়ে থানার এসআই হানিফ মিয়া ঘটনাস্থলে গিয়ে তারা মিয়াকে উদ্ধার করেন এবং গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে-পে ভর্তি করান।
গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে বেঁধে নির্যাতন চালানো হয়েছে। অভিযুক্তরা পলাতক আছেন। মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×