পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২ | ০৪:৫০ | আপডেট: ০৬ নভেম্বর ২০২২ | ০৪:৫০
নাটোরের বড়াইগ্রামে পিকআপের ধাক্কায় রহমাত আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মানিকপুর এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রহমত আলী উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কৈডিমা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, বিকেলে উপজেলার মানিকপুর এলাকায় একটি পিকআপ ডানে মোড় নিচ্ছিল। এসময় মোটরসাইকেল আরোহী রহমত আলী নিয়ন্ত্রণ হারান ও ওই পিকআপের সাথে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে আনলে চিকিৎসক রহমাত আলীকে মৃত ঘোষনা করেন।
- বিষয় :
- নাটোর
- সড়ক দুর্ঘটনা
- পিকআপের ধাক্কা