ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পরীক্ষা পেছানোর দাবিতে গেটে তালা, কুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পরীক্ষা পেছানোর দাবিতে গেটে তালা, কুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ০৭:৩১ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ০৮:১৮

পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবিতে সোমবার প্রধান দুই গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ ছাড়া সকাল থেকে ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা।

জানা যায়, সোমবার সকালে কুয়েটের প্রধান দুই গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। ফলে ক্যাম্পাসে কোনো গাড়ি ঢুকতে বা বের হতে পারেনি। সকাল থেকে ক্লাস বর্জন করে নিজ নিজ বিভাগের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। কেউ কেউ সেখানে ক্রিকেটও খেলেন। তবে পেছনের ছোট গেট দিয়ে শিক্ষার্থীরা ঢুকতে ও বের হতে পেরেছেন। শিক্ষার্থীদের দাবি, করোনার কারণে লেখাপড়া ব্যাহত হয়েছে, তাই পরীক্ষা ১৫ দিন পেছানোর দাবি জানানো হয়েছে।

কুয়েটের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার সমকালকে জানান, এমন পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ড. মিহির রঞ্জন হালদার তিনজন ডিন ও ১৫-২০ জন শিক্ষার্থীকে নিয়ে বৈঠকে বসেছেন।

আরও পড়ুন

×