সিলেটে যুবককে কুপিয়ে হত্যা, ধানক্ষেত থেকে উদ্ধার লাশ

প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২২ | ০৫:৪৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০৫:৪৩
সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে মঈন উদ্দিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার বিকালে মঈন উদ্দিনের লাশ দাফন করা হয়েছে।
নিহত মঈন বাউরবাগ প্রথমখণ্ড গ্রামের সফিক আহমদের ছেলে। প্রেমের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, মঈনের মাথা ও শরীরে দায়ের কোপ রয়েছে। পরকীয়া প্রেমের কারণে তাকে হত্যা করা হতে পারে। নিহতের পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাতে মামলা করা হবে বলে জানান ওসি।
পেশায় কৃষক মঈন উদ্দিনের সঙ্গে একই গ্রামের এক গৃহবধূর প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, সোমবার সন্ধায় কে বা কারা মঈন উদ্দিনকে রাস্তায় পেয়ে কুপিয়ে ধানক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
- বিষয় :
- সিলেট
- কুপিয়ে হত্যা
- কানাইঘাট
- যুবকের লাশ উদ্ধার