ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চৌদ্দগ্রামে জয়িতা সংবর্ধনা পেলেন বিলকিছ বেগমসহ চার নারী

চৌদ্দগ্রামে জয়িতা সংবর্ধনা পেলেন বিলকিছ বেগমসহ চার নারী

ছবি: সমকাল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২ | ০৪:২৬ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ | ০৪:২৬

বেগম রোকেয়া দিবসে ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিবাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। প্রতি বছরের মতো এবারও চার জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শুক্রবারের অনুষ্ঠানে শিক্ষা অনুপ্রেরণার জন্য বিলকিছ বেগমকে সংবর্ধনা দেওয়া হয়। টিপসই দিয়ে কাজ করা এমন শতাধিক নারীর সাক্ষরতা নিশ্চিতে কাজ করেছেন বিলকিছ বেগম। পাশাপাশি পিছিয়ে পড়া নারীদের সচেতনতা ও বই পড়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তিনি। নিজে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও নিজের তিন ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন। এছাড়া উপজেলায় সমাজকর্মে মরিয়ম আক্তার পান্না, সফল জননী ফরিদা আলম ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করায় রহিমা আক্তার শিল্পীকে সম্মাননা দেওয়া হয়।

ছবি: সমকাল

আজ শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তীর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, সহ-সভাপতি এ আর বাচ্চু খাঁ, সাধারণ সম্পাদক জামাল হোসেন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত জয়িতার সন্তান কবি ও গবেষক ইমরান মাহফুজ। তিনি তাঁর মা ও শিক্ষক বাবার নামে ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন বিলকিছ আলম পাঠাগার।


আরও পড়ুন

×