চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল পুলিশ সার্জেন্টের

নিহত আবদুল্লাহ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:০৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০১৯ | ০৮:৪৬
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের চাপায় নগর পুলিশের ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের টোল রোডের উত্তর কাট্টলী রাসমনি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বকশি মোহাম্মদ আবদুল্লাহ। তিনি কুড়িগ্রামের বাসিন্দা। ২০১৫ সালের তিনি পুলিশ বিভাগে ভর্তি হন।
নগর পুলিশের উপ কমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহম্মেদ সমকালকে বলেন, টোল রোডে মোটরসাইকেলে দায়িত্বপালন করছিলেন সার্জেন্ট বকশি মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান সমকালকে বলেন, চাপা দেওয়া কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।