ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

মাদারীপুরে উদ্ধার হওয়া নবজাতক

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৩:০১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ০৩:০১

মাদারীপুরে ময়লার স্তূপ থেকে জীবন্ত এক নবজাতক কন্যাকে উদ্ধার করেছে স্থানীয়রা । রোববার সকালে মাদারীপুর পৌরসভা অফিস সংলগ্ন এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়। পরে তাকে মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানায়, রোববার সকালে  সাথী আক্তার নামে এক পথচারী পৌরসভা অফিস সংলগ্ন এলাকার একটি চায়ের দোকানের পাশে ময়লার স্তূপে নবজাতককে দেখতে পান। পরে আশপাশের লোকদের ডাক দিলে তারা এসে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে ওই নবজাতক মাদারীপুর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে।

মাদারীপুর  সদর হাসপাতালের মেডিকেল অফিসার(শিশু) ডা. নাইমা ফেরদৌস শান্তা  জানান, সকালের দিকে কয়েকজন লোক ওই নবজাতককে হাসপাতালে নিয়ে আসেন। পরে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, কিছুটা অসুস্থ থাকলেও বর্তমানে ওই নবজাতক সুস্থ আছে। তার বয়স একদিন হবে।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লার স্তূপ থেকে এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। কে বা কারা তাকে রেখে গেছে তা সনাক্ত করার চেষ্টা চলছে।


আরও পড়ুন

×