লোহাগড়ায় জনতার মুখোমুখি সংসদ সদস্য মাশরাফি

জনতার মুখোমুখি সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ছবি-সমকাল
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ | ১১:০০
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা তার নির্বাচনী এলাকা লোহাগড়ায় জনতার মুখোমুখি হাজির হয়ে বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন।
‘জনতার মুখোমুখি, জনতার সেবক’ এ স্লোগান সামনে নিয়ে বৃহস্পতিবার বিকেলে কোটাকোল লঞ্চঘাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপি মাশরাফিকে এলাকার সমস্যার কথা বিশেষ করে রাস্তা ঘাট, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকা, খেলার মাঠ, মসজিদ-মন্দিরের উন্নয়ন, স্থানীয় ভূমি অফিসের হয়রানিসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় সংসদ সদস্য মাশরাফি সেসব প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমার দায়িত্ব আপনাদের কাজ করে দেওয়া ।
কোটাকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান ,সহ-সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, যুবলীগের সভাপতি সাবেক মেয়র আশরাফুল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
- বিষয় :
- নড়াইল-২
- মাশরাফি বিন মুর্তজা
- জনতার মুখোমুখি