ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল

নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ ঝাড়লেন মেয়র আইভী

নাম পরিবর্তন নিয়ে ক্ষোভ ঝাড়লেন মেয়র আইভী

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বৃহস্পতিবার মানববন্ধনে বক্তব্য দেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-সমকাল

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ | ০৩:২৬

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের নাম বদলে 'নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুল' করার প্রতিবাদ জানাতে গিয়ে ক্ষোভ ঝেড়েছেন সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী হিসেবে তিনি বলেন, তাঁদের না জানিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে 'কালেক্টরেট' শব্দ জুড়ে দিয়ে প্রশাসন অসম্মানিত করেছে, ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির সামনে এক মানববন্ধনে মেয়র এমন মন্তব্য করেন। এতে বিদ্যালয়ের কয়েকশ প্রাক্তন ছাত্রছাত্রী ও নগরবাসী উপস্থিত হলে তা সমাবেশে রূপ নেয়।

বিদ্যালটিকে আগের নামে ফিরিয়ে আনার দাবি জানিয়ে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'জেলা প্রশাসক আমাদের অন্তরকে, আমাদের শৈশবকে, আমাদের ইতিহাসকে, আমাদের ঐতিহ্যকে আঘাত করেছেন। পাকিস্তানিরা রাতের আঁধারে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল। আপনি রাতের আঁধারে, গোপনে স্কুলের নাম পরিবর্তন করেছেন।'

সভাপতির বক্তব্যে মেয়র আরও বলেন, 'নারায়ণগঞ্জের কোথাও কালেক্টরেট শব্দটি ব্যবহূত হচ্ছে না, তবে কেন জেলা প্রশাসক বিদ্যালয়ের নামের সঙ্গে কালেক্টরেট শব্দটি জুড়ে দিচ্ছেন, তা বুঝতে পারছি না।'

বিদ্যালয়ের যে ভবনটি সাবেক জেলা প্রশাসক রাব্বি মিয়ার নামে করা হয়েছে, সেটি প্রশাসনের টাকায় করা হয়নি জানিয়ে তিনি বলেন, প্রাক্তন প্রধান শিক্ষক আয়শা জালাল তিল তিল করে টাকা জমিয়েছিলেন। সে টাকায় নতুন ভবন হয়েছে। ভবনের নাম 'ডিসি রাব্বি মিয়া ভবন' কেন হবে, এমন প্রশ্নও তোলেন তিনি। পাশাপাশি শিক্ষক আয়শা জালালের নামে ভবনের নামকরণের দাবি জানান।

ডা. আইভী বলেন, 'স্কুলের জায়গার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান ক্যাপ্টেন রহমানের। তাঁর নামে একটি অডিটোরিয়াম হবে। প্রথম ম্যানেজিং কমিটির সভাপতি এইচ টি ইমামের প্রতিকৃতিও স্থাপন করব।'

আলোচনার মাধ্যমে এ সমস্যা সমাধানে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান মেয়র। তা না হলে পরে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন ডা. আইভী।

এতে আরও বক্তব্য দেন প্রাক্তন ছাত্রী ড. সাদিয়া আফরোজ মুক্তি, 'আমরা নারায়ণগঞ্জবাসী'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, শওকত হাশেম শক প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের ম্যানেজিং কমিটির সভায় গত ১৬ মার্চ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। পদাধিকারবলে এর সভাপতি জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। ওই সভায় নাম বদলের সিদ্ধান্ত হয়।

আরও পড়ুন

×