ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সরকার ইভিএম নাটকের মাধ্যমে ভোট ডাকাতির পরিকল্পনা করছে: নজরুল ইসলাম খান

সরকার ইভিএম নাটকের মাধ্যমে ভোট ডাকাতির পরিকল্পনা করছে: নজরুল ইসলাম খান

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ে গণমিছিল বের করে- সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৮:০৫ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৮:০৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এ সরকার আবার ইভিএম নাটকের মাধ্যমে ভোট ডাকাতি করার পরিকল্পনা করছে। কিন্তু তাদের ফাঁদে আর বিএনপি পা দেবে না। ঐক্যবব্ধ আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতাকে বিদায় করা হবে।’

শনিবার বিকেলে নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি আদায়ে গণমিছিল শুরুর আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেছেন, ‘খালেদা জিয়া ও শহীদ জিয়ার সৈনিকরা মিথ্যা মামলা-হামলায় ভয় পায় না। তাদের পরাজিত করা সম্ভব নয়। ‘গায়েবি’ মামলা দিয়ে বিএনপি নেতা-কর্মীদের ঘরে আবদ্ধ রাখা যাবে না।’

তিনি বলেন, ‘সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে নিশ্চিহ্ন করার গভীর চক্রান্তে লিপ্ত। সেই পরিকল্পনার অংশ হিসেবে কাল্পনিক ও গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের কারাগারে নিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বাইরেও আজ বাংলাদেশের ভাবমূর্তি ভালো না, বিদেশের অনেক সম্মেলনে আজ বাংলাদেশকে আমন্ত্রণও জানায় না।’

নিত্যপণ্যের দামের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘মানুষের জীবন আজ দুর্বিসহ, হালাল রুজি করে মানুষের পক্ষে এখন বেঁচে থাকা সম্ভব নয়।’

খালেদা জিয়াসহ দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করে তিনি বলেন, ‘যখন খালেদা জিয়া মুক্ত হবেন, তারেক রহমান দেশে ফিরবেন ও গণতান্ত্রিক সরকার ফিরে আসবে, তখন এই লড়াই পূর্ণতা পাবে, জনগণের বিজয় হবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশের জনগণকে এই সরকারেরআর দরকার নাই। ভোটই যেখানে নেই, সেখানে জনগণের দরকার কেন। এ সরকার রাতের ভোটের সরকার। কিন্তু সরকারকে স্পষ্ট বলে দিতে চাই নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ ছাড়া কোনো পাতানো খেলায় বিএনপি নির্বাচনে অংশ নেবে না।’

দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ত ও সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা ব্যারিষ্টার খন্দকার মারুফ হোসেন, হাজী জসিম উদ্দিন, আমিরুজ্জামান আমির, উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু, এএফএম তারেক মুন্সী, ভিপি জসিম উদ্দিন, মোস্তফা জামান, আতাউর রহমান ছুটি, খলিলুর রহমান, সুফিয়া বেগমসহ দলীয় নেতৃবৃন্দ। পরে গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×