ঋণের চাপে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২২ | ০৮:৫৪
ফরিদপুরের সালথায় শাহীন শেখ (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার হয়। শাহীন উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পোড়াগদী গ্রামের মৃত আব্দুস সোবহান শেখের ছেলে। ঋণের চাপ ও স্ত্রী অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
শাহীনের চাচা আব্দুল ওহাব শেখ বলেন, শাহীন ঢাকায় ভ্যানে করে বিস্কুট, চানাচুর ইত্যাদি বিক্রি করত। বাড়িতে দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে থাকে স্ত্রী। শাহীন মাদকাসক্ত ও জুয়া খেলত। কয়েকটি এনজিও থেকে ঋণ নিয়েছিল সে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো ও বাড়িতে এলেই স্ত্রীকে নির্যাতন করত শাহীন। এক পর্যায়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে তার স্ত্রী। এরই মধ্যে গত বৃহস্পতিবার শাহীনের বাবা আব্দুস সোবহান শেখ (৭০) মারা যান। বাড়িতে এলে স্ত্রীর অনৈতিক সম্পর্কের প্রমাণ পায় শাহিন। এর পর আত্মহত্যা করে।
সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, শাহীনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ফরিদপুর
- সালথা
- যুবকের লাশ
- লাশ উদ্ধার
- আত্মহত্যা