বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচন আজ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২ | ১৮:০০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ০৭:৪২
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের দুটি প্যানেল এবং বিএনপিপন্থি শিক্ষকদের একটি প্যানেল অংশ নিচ্ছে বলে জানা গেছে। শিক্ষক কমপ্লেক্স ভবনে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বুধবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
সাধারণ সম্পাদক জানান, নির্বাচনে অংশ নিতে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের একাংশ পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম আলীকে সভাপতি এবং প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণ প্যানেল ঘোষণা করেছেন।
আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক ফোরামের আরেক অংশ পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকারকে সভাপতি ও কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণ প্যানেল ঘোষণা করেছে।
বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সোনালি দল বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল হককে সভাপতি ও মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণ প্যানেল ঘোষণা করেছেন।
আওয়ামীপন্থি শিক্ষকদের আরেকটি সংগঠন নীল দল এ নির্বাচনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ এহসানুর রহমান। তিনি জানান, আওয়ামীপন্থি শিক্ষকদের বিভাজনের কারণে নির্বাচনে অংশ নিচ্ছেন না। তিনি আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিভাজন দেখতে চান না। আওয়ামীপন্থি শিক্ষকরা যদি এক প্যানেলে নির্বাচনে অংশ নিতেন, তাহলে তাঁরাও অংশ নিতেন।