ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ

সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ

সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ

সিজিপিএ বাতিলের দাবিতে ক্লাস বর্জন করে বৃহস্পতিবার বিক্ষোভ করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা - সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৪:২৬ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ | ১৪:২৬

ক্যারিঅন বহাল রেখে সিজিপিএ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে অংশ নেন এমবিবিএস ৫৯ ও বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেন এমবিবিএস ৫৯ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসেন, কুবের চক্রবর্তী, বিডিএস ১১ ব্যাচের শিক্ষার্থী শাওরিন ইসলাম সেমন্তি প্রমুখ। তাঁদের দাবি, সিজিপিএ পদ্ধতি থাকলে চিকিৎসকদের মধ্যে বিভেদ তৈরি হবে। যেহেতু মেডিকেল শিক্ষাব্যবস্থা প্রায় পুরোটাই ভাইভাভিত্তিক, তাই এ পদ্ধতির মধ্যে সিজিপিএ আনলে মূল উদ্দেশ্যই ব্যর্থ হবে।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কোনো কারণে একজন শিক্ষার্থীর পেশাগত পরীক্ষায় ফেল আসতেই পারে। ক্যারিঅন বাতিল করলে শিক্ষার্থী দ্বিতীয়বার তাঁর ব্যাচের সঙ্গে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন না। পরবর্তী বর্ষের জুনিয়রদের সঙ্গে ক্লাস করতে হবে। এতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ তৈরি হবে এবং পড়ালেখা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য হবে। তাই দ্রুত সিজিপিএ বাতিল করে ক্যারিঅন পদ্ধতি চালু রাখার দাবিতে এ আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

×