বিদেশি মদসহ র্যাবের হাতে গ্রেপ্তার কিশোর

প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩ | ০৪:৩০ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ | ০৪:৩০
কিশোরগঞ্জের বাজিতপুরে ৯ বোতল বিদেশি মদসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের হাতে এক কিশোর গ্রেপ্তার হয়েছে।
শনিবার রাত সোয়া ১০টার দিকে বাজিতপুরের পাটুলি এলাকা থেকে স্থানীয় আনোয়ার মিয়ার ছেলে ইমন মিয়াকে (১৬) এসব বিদেশি মদ ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান রোববার সকালে সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।