ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ডিজিটাল হাজিরা বন্ধের দাবি

চসিক ভবন ঘেরাও পরিচ্ছন্নকর্মীদের, অবরুদ্ধ মেয়র

চসিক ভবন ঘেরাও পরিচ্ছন্নকর্মীদের, অবরুদ্ধ মেয়র

চসিক ভবন ঘেরাও করে পরিচ্ছন্নতাকর্মীদের আন্দোলন। ছবি- মো. রাশেদ/সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:১৩ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৩ | ১৫:১৩

ডিজিটাল হাজিরা বাতিল ও ম্যানুয়াল পদ্ধতিতে হাজিরা দেওয়ার দাবিতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবন ঘেরাও করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে নগর ভবনের বাইরে অবস্থান নেন তাঁরা। এ সময় তাঁরা ফিঙ্গারপ্রিন্ট (আঙুলের ছাপ) হাজিরা বাতিল চেয়ে স্লোগান দেন।

পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভের কারণে চসিকের প্রধান ফটক বন্ধ থাকায় মেয়র রেজাউল করিম চৌধুরী কার্যালয়ে আটকে পড়েন। পরে বিকেল ৪টার দিকে কাউন্সিলরদের মাধ্যমে মেয়রের আশ্বাস পেয়ে বিক্ষোভ থেকে সরে যান কর্মীরা।

চসিকের সচিব খালেদ মাহমুদ বলেন, চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা ডিজিটাল হাজিরা দিতে রাজি নন।

পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ডিজিটাল হাজিরার কারণে তাঁদের বেতন কেটে রাখা হয়েছে। তাঁরা আগের নিয়মেই ম্যানুয়াল হাজিরা দেওয়া ও ফিঙ্গারপ্রিন্ট হাজিরা বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছেন।

চসিক কর্মকর্তা খালেদ মাহমুদ বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের দাবি অযৌক্তিক। এর আগে ভুয়া নামে বেতন তোলা হতো। অনেকে কর্মস্থলে না এসেও হাজিরা দেখাতেন। ডিজিটাল হাজিরা চালু হওয়ায় এ অনিয়ম বন্ধ হয়েছে। তাঁরা এটি মানতে চান না।

চসিকের ৪১টি ওয়ার্ডে ডোর টু ডোর প্রকল্পসহ ৪টি বিভাগের কর্মচারীদের জন্য ডিজিটাল হাজিরা চালু করা হয়। এতে চসিকের ৪১ ওয়ার্ডে কর্মরত ডোর টু ডোর, পরিচ্ছন্নতা বিভাগ, বিদ্যুৎ বিভাগ ও সচিবালয় শাখার প্রায় সাড়ে ৪ হাজার কর্মী ডিজিটাল হাজিরার আওতায় আসেন।

আরও পড়ুন

×