ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

টানা ২ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

টানা ২ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে চা বাগানে কাজ করছেন শ্রমিকরা। ছবিটি সকাল ১০ টায় শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগান থেকে তোলা

 শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ১০:৩৬ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ১৩:১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। বুধবার চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবারও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, চলতি শীত মৌসুমে আজ বুধবার ও গতকাল মঙ্গলবারের তাপমাত্রা এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সাথে বইছে মৃদু শৈত্য প্রবাহ। সেটা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

এদিকে, মৃদু শৈত্যপ্রবাহ, কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের চলাফেরা কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে জেলার চা বাগান ও পাহাড়ি এলাকাগুলোতে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে বেশি। ফলে সকাল বেলায় কাজকর্মে বের হতে দূর্ভোগ পোহাতে হচ্ছে চা শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের সাধারণ মানুষের। ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকালবেলা রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

আরও পড়ুন

×