কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফেরত দিল শিশু শিক্ষার্থী

টাকা ফেরত দিচ্ছে শিক্ষার্থী মারিয়া আক্তার। ছবি-সংগৃহীত
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩ | ১৪:১৩ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ | ১৪:১৩
কুড়িয়ে পাওয়া লাখ টাকার বান্ডেল ফেরত দিয়েছে শিক্ষার্থী মারিয়া আক্তার (১১)। সে সখীপুর উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে মধ্য আড়াইপাড়া গ্রামের প্রবাসী ফরহাদ হোসেনের মেয়ে।
আশরাফুল ইসলামের ভাষ্য, বুধবার সকালে জ্যাকেটের পকেটে করে ১ লাখ টাকা নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন তিনি। পথে টাকাগুলো পড়ে যায়। ১ লাখ টাকা ফেরত পাবেন, ভাবতেই পারছেন না। মেয়েটির মহানুভবতা দেখে মুগ্ধ তিনি।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের গুলজারী বলেন, 'মারিয়া আমাদের একজন আদর্শ ও মেধাবী ছাত্রী। আমরা ওর সততায় গর্বিত।'
- বিষয় :
- কুড়িয়ে পাওয়া টাকা
- ফেরত
- শিক্ষার্থী