ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিয়ের কথা বলে নারীকে ধর্ষণ, থানায় মামলা

বিয়ের কথা বলে নারীকে ধর্ষণ, থানায় মামলা

প্রতীকী ছবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৩ | ১১:০৯ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৩ | ১১:১৪

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের কথা বলে এক নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার পুলিশ ওই নারীকে উদ্ধার করে আদালতে জবানবন্দি নিতে ও ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠিয়েছে।

অভিযুক্তর নাম শফিকুল ইসলাম। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী ফারুক বাজার সংলগ্ন ওই এলাকার মৃত রজব আলীর ছেলে ও দুই সন্তানের জনক। তিনি ফুলবাড়ী উপজেলার আমতলা বাজারের একটি পলিথিন কারখানায় ম্যানেজার পদে কর্মরত।

অভিযোগে জানা গেছে,ওই নারীর বাড়ি অভিযুক্তর চাকুরিস্থলের পাশ্ববর্তী এলাকায়। বিয়ের কথা বলে শফিকুল ইসলাম ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত মঙ্গলবার উপজেলার শাহেব বাজার এলাকায় শফিকুল ইসলাম তার এক ফুফাতো ভাইয়ের বাড়িতে ওই নারীকে নিয়ে যান। সেখানে রাত কাটানোর পর এলাকাবাসীর সন্দেহ হলে তারা দুজনকে আটক করে। এক পর্যায়ে শফিকুল ইসলাম কৌশলে ওই নারীকে সেখানে রেখে পালিয়ে যান। পরে ওই নারী শফিকুলকে বিয়ের দাবি করেন। এ নিয়ে  দুইদিন  দিন ধরে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য এক শ্রেণির লোকজন উঠে পড়ে লাগে। শেষ পযর্ন্ত কোনো সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার ওই নারী  বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান জানান, ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আদালতে ভুক্তভোগীর জবানবন্দি নিতে ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×