ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁদা আদায়ের অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁদা আদায়ের অভিযোগে ২ পুলিশ সদস্য প্রত্যাহার

ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৭:১৭ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৭:২৮

বন্ধ থাকা পাথর কোয়ারি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথরবাহী ট্রাক্টর ও ট্রলি থেকে চাঁদা আদায় ও শ্রমিকদের হামলার শিকার হওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। শুক্রবার রাতে তাদের প্রত্যাহার করে সিলেট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- ভোলাগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্য (কনস্টেবল) সুমন মিয়া ও শাহরিয়ার হোসাইন।

গত ২৪ ডিসেম্বর রাতে কনস্টেবল সুমন ও শাহরিয়ার পাথর বোঝাই ট্রলি থেকে চাঁদা আদায় করতে গিয়ে হামলার শিকার হন। এ ঘটনা জানার পর ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহাব উদ্দিন তাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, ওই দুই পুলিশ সদস্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না জানিয়ে প্রায়ই ভোলাগঞ্জের বিভিন্ন জায়গায় যেতেন। তারা কোনো ধরনের চেইন অব কমান্ড মানেননি। পরে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট সার্কেল) প্রভাস কুমার সিংহ সমকালকে বলেন, নিয়ম-নীতি না মানায় ওই দুই কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে।

আরও পড়ুন

×