কবিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতীকী ছবি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১২:২৭ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১২:৩০
নোয়াখালীর কবিরহাট উপজেলায় চার বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে আবদুল আউয়াল ওরফে সাজু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে বেগমগঞ্জের এয়ারপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আউয়াল উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মির্জানগর গ্রামের আবুল কালাম ওরফে বাশার আমিনের ছেলে।
গত ১৯ ডিসেম্বর এ ঘটনা ঘটে। এর ১৮ দিন পর রোববার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। এসব তথ্য নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে অভিযুক্ত সাজু শিশুটিকে দু’টি সিভিট ট্যাবলেট দিয়ে তার ঘরে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী শিশুর পিতা বলেন, 'ঘটনার পর স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারসহ গণ্যমান্য ব্যক্তিরা মামলা করতে বাধা দিয়ে সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের নামে কালক্ষেপণ করেন। পরে বাধ্য হয়ে আমি পুলিশের আশ্রয় নিয়েছি।'
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রোববার রাতে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় বেগমগঞ্জ থেকে আবদুল আউয়াল ওরফে সাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, আসামির বিরুদ্ধে একটি মাদকের মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।