ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

স্ত্রীর চেম্বার দেখিয়ে নিজেকে ডাক্তার দাবি

স্ত্রীর চেম্বার দেখিয়ে নিজেকে ডাক্তার দাবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:২৮ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ১৬:২৮

নিজে ডাক্তার না হলেও ডাক্তার হিসেবে তৈরি করে নিয়েছেন বিভিন্ন ভিজিটিং কার্ড। স্ত্রীর চেম্বারকে নিজের চেম্বার বলে দাবি করে সেখানের ছবি তুলে মানুষকে দেখিয়ে প্রতারণা করে আসছিলেন আবদুস সালাম মুকুল (৩৫)। তবে শেষ রক্ষা হয়নি। ভুক্তভোগী এক নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়ে বুধবার কারাগারে যেতে হয়েছে তাঁকে।

মুকুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাজদিয়া গ্রামে। গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার এসব তথ্য জানিয়েছেন র‌্যাব ১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‌্যাব জানায়, কুমিল্লা সদর উপজেলার গৃহবধূ জেসমিন আক্তারের সঙ্গে ভুয়া চিকিৎসক আবদুস সালামের পরিচয় হওয়ার পর থেকে ব্যবসায় বিনিয়োগের কথা বলে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা নেন। পরবর্তী সময়ে তাঁর কাছে আরও টাকা দাবি করা হয়।

এক পর্যায়ে বিষয়টি বুঝতে পেরে তাঁর ব্যবসার প্রমাণ চাইলে স্ত্রীর কর্মস্থল মনোহরগঞ্জ সরকারি হাসপাতালের চেম্বারের ভেতরে তোলা ছবি, চেয়ারে বসা অবস্থায় তোলা ছবি, চিকিৎসার যন্ত্রপাতি সংশ্লিষ্ট বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে ভুক্তভোগীকে দেন। বিষয়টি যাচাই করার জন্য তিনি চেম্বার দেখার জন্য যেতে চাইলে টালবাহানা শুরু করেন আবদুস সালাম। শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

র‌্যাব কর্মকর্তা মেজর মোহাম্মদ সাকিব হোসেন সমকালকে বলেন, বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে সালাম। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দিয়ে বুধবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×