ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইজতেমায় আজ বয়ান করছেন যারা

ইজতেমায় আজ বয়ান করছেন যারা

ছবি: সমকাল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৫৫ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ | ০৫:৫৫

শুক্রবার পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমা। আজ শনিবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে প্রথম পর্বের ইজতেমার দ্বিতীয় দিন।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম বলেন, ‘আজ শনিবার ফজর নামাজের পর থেকে ইজতেমায় বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক, জোহরের পর থেকে বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা, বাদ আছর ভারতের মাওলানা যুহাইরুল হাসান এবং বাদ মাগরিব আল্লামা ইবরাহীম দেওলা এবং বাংলায় তর্জমা করবেন মাওলানা ক্কারী যোবায়ের। এসব শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ানে কাটবে বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসুল্লির দ্বিতীয় দিন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন। তাবলীগ জামাত আয়োজিত বিশ্বের মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ সমাবেশ হলো বিশ্ব ইজতেমা।’

আগামীকাল রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আরও পড়ুন

×