চমেকে আন্দোলন: পুলিশের 'মিথ্যা' মামলায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৫ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ | ১৫:৪৫
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ডায়ালাইসিস সেবা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের ওপর হামলার পর পুলিশের 'মিথ্যা' মামলায় ন্যায়বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা। তাঁরা ন্যায়বিচারের স্বার্থে পুলিশকে বাদ দিয়ে অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্তের দাবি করেছেন।
আজ সোমবার মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খান ও মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান বিবৃতিতে এ দাবি জানান।গত সপ্তাহে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ডায়ালাইসিস রোগী ও স্বজনদের হয়রানি, নির্যাতন ও মিথ্যা মামলা দায়েরের গুরুতর অভিযোগ ওঠে।
বিবৃতিতে বলা হয়, ওই ওসির অধীনে মামলাটির সঠিক তদন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ মামলার বাদী, তদন্ত কর্মকর্তা, এমনকি সাক্ষীও পুলিশ। তাই মামলাটি সিআইডি, ডিবি, পিবিআই, র্যাব অথবা অন্য যে কোনো তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করা প্রয়োজন।