ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চট্টগ্রামের হাজারী গলি থেকে ৪০ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

চট্টগ্রামের হাজারী গলি থেকে ৪০ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৭:২৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৭:২৫

চট্টগ্রামের ওষুধের পাইকারি মোকাম হাজারী লেনে অভিযান চালিয়েছে ৪০ লাখ টাকার অনুমোদহীন, ভেজাল ভারতীয় ও নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়েছে। দুটি গোডাউনের তালা ভেঙে ও ছয়টি দোকানে অভিযান চালিয়ে ওষুধগুলো জব্দ করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত ও আবদুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। এছাড়া চিকিৎসকের নমুনা ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে তিনটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শাখাওয়াত হোসেন আকন্দ রাজু উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, হাজারী গলিতে অভিযানের প্রথমে ৩টি ফার্মেসিতে ফিজিশিয়ানস স্যাম্পল পাওয়ায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। তারপর হাজারী লেনের ছবিলা কমপ্লেক্সের তৃতীয় তলায় একটি ও চতুর্থ তলায় একটি দোকানের তালা ভেঙে ২ গোডাউন থেকে প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ পাওয়া যায়।

তিনি জানান, এসব ওষুধ জব্দের পর বিনষ্ট করা হয়েছে। আর ফিজিশিয়ানস স্যাম্পেলগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

এদিকে এ অভিযান শুরু হলে হাজারী গলির সকল ফার্মেসি বন্ধ করে দেন মালিকরা। দোকান বন্ধ করে তারা মার্কেটের বাইরে অবস্থান নেন। কোতোয়ালী থানা থেকে ১২ সদস্যবিশিষ্ট সিএমপির আরেকটি দল অভিযানে যোগ দেয়।

আরও পড়ুন

×