ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী আটক

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৯:৩৬ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৯:৩৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ২০ কেজি মাংস জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সদর উপজেলার ধর্মগঞ্জ এলাকায় দোকান থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যবসায়ী মো. আব্দুল হালিমের বাড়ি ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়ায়।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও ব্যবসায়ী আব্দুল হালিম মাংস বিক্রির জন্য একটি গরু আনেন। কিন্তু গরুটি মারা যায়। এরপর গরুটি অন্য জায়গায় ফেলে দেওয়ার কথা বললেও হালিম সেটি জবাই করে মাংস বিক্রি করতে থাকে। বিষয়টি বুঝতে পেরে এক মাংস ক্রেতা ৯৯৯-এ ফোন দেন। ফোন পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ দোকান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, জব্দ করা মাংস মরা গরুর কি-না তা যাচাই করা হচ্ছে। বিশুদ্ধ খাদ্য দ্রব্য আইনে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

আরও পড়ুন

×